নিটোর ফিজিওথেরাপি ভর্তি শুরু: দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ যেভাবে আবেদন

ঢাবির অধীনে নিটোরে ভর্তি
দেশে এখন
শিক্ষা
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (NITOR Physiotherapy Admission 2026) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি (BSc in Physiotherapy) কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ (শনিবার, ১০ জানুয়ারি )। ৫ বছর মেয়াদী এই কোর্সে এবারও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার (Second Time Admission) সুযোগ।

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী (Eligibility Criteria)

আগ্রহী প্রার্থীদের nitorbd.bigmsoft.com লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

জিপিএ শর্ত: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট জিপিএ ৮.০০ (GPA 8.00) থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

নৃগোষ্ঠী প্রার্থী: ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে (এককভাবে ন্যূনতম ৩.০০)।

পাশের সাল: যারা ২০২২ সালের আগে এসএসসি এবং ২০২৪ সালের আগে এইচএসসি পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন (Marks Distribution)

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে। সময় ১ ঘণ্টা।

বিষয়ভিত্তিক নম্বর: পদার্থবিজ্ঞান (৩০), রসায়ন (৩০), জীববিজ্ঞান (৩০), এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান (১০)।

নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

মেধাতালিকা: ভর্তি পরীক্ষার নম্বরের সাথে এসএসসির জিপিএ-কে ৮ এবং এইচএসসির জিপিএ-কে ১২ দিয়ে গুণ করে মোট স্কোর তৈরি করা হবে।

আরও পড়ুন:

গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য (Important Dates & Info)

আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৬।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১২টা)।

আবেদন ফি: ১,০০০ টাকা (অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিতে হবে)।

প্রবেশপত্র সংগ্রহ: ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬।

ভর্তি পরীক্ষা: ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা।

নিটোর (NITOR) ফিজিওথেরাপি ভর্তি ২০২৬: আবেদন ও পরীক্ষার পূর্ণাঙ্গ নির্দেশিকা

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তির জন্য অনলাইন আবেদন ও পরীক্ষার নিয়মাবলী নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

১. আবেদন ও ফি জমা দেওয়ার পদ্ধতি

অনলাইন আবেদন: প্রার্থীদের nitorbd.bigmsoft.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১,০০০ (এক হাজার) টাকা। অগ্রণী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় (চলতি হিসাব নং: ০২০০০০০১৭৬৭২৭৪, শ্যামলী শাখা, ঢাকা) জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

প্রয়োজনীয় ফাইল: অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ ৩০০ কিলোবাইট, JPG) এবং ব্যাংক রসিদের স্ক্যান কপি (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, JPG) আপলোড করতে হবে।

২. প্রবেশপত্র (Admit Card) সংগ্রহের নিয়ম

ডাউনলোড সময়সীমা: আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ (রাত ১২টা) পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রিন্ট কপি: ভর্তি পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি (Color Print) সাথে আনতে হবে।

৩. ভর্তি পরীক্ষার সময় ও ভেন্যু

পরীক্ষার তারিখ ও সময়: ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং সময়কাল ১ ঘণ্টা।

পরীক্ষা কেন্দ্র (Venue): ১. আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ। ২. আগরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

৪. ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের নিচের মূল কপিগুলো প্রতিষ্ঠানে জমা দিতে হবে:

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ (Original Certificate)।
  • মূল নম্বরপত্র (Marksheet)।
  • শারীরিক সুস্থতার সনদ (Medical Fitness Certificate)।

৫. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

আবাসন: নিটোর-এ কোনো আবাসিক হোস্টেল সুবিধা নেই। ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।

ইন্টার্নশিপ: কোর্স শেষে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

ভাতা: পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।

যোগাযোগ: যেকোনো প্রয়োজনে ০১৬১৫৫৭৭৩২২ নম্বরে অথবা ইমেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন:

এসআর