ইসকন নেতা গ্রেপ্তারে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক আচরণ: নজরুল ইসলাম

দেশে এখন
0

ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই-আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোন বিবৃতি দেয়নি দেশটি, এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য যারা গুম, খুন, হয়রানি হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না।’

সঠিক নির্বাচন না হওয়ার পেছনে যারা আওয়ামীলীগকে সহযোগিতা করেছে তারা সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি।

সবাইকে সতর্ক থাকতে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থপাচার করে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ।

তাই তাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

সেজু