দেশের নৌবহরে আরও একটি যুদ্ধজাহাজ

দেশে এখন
0

নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশিয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ। আজ (শনিবার, ৩০ নভেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান।

সকালে শুরুতে জাহাজের অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনীর প্রধান। পরে রীতি অনুযায়ী 'বানৌজা বিশখালী'র নামফলক উন্মোচন করা হয়।

জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এতে রয়েছে একটি ৪০ মিলিমিটার বফর গান, দু'টি ১২ দশমিক ৭ মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভাইলেন্স র‍্যাডারসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাডমিরাল নাজমুল হাসান।

কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।

এসএস