কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে এখন
0

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বাদ আছর দোয়া-মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে মোনাজাতে আরাফাত রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

এসময় আরাফাত রহমানসহ জিয়া পরিবার ও বিএনপির ওপর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনের কথা স্মরণ করেন নেতাকর্মীরা।

২০১৫ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান।

সেজু