এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: ড. ইউনূস

বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
দেশে এখন
0

নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা রক্ষা ও বাজারদর নিয়ন্ত্রণে ডিসিদের আরো ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন। জন্মসনদের মতই পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেয়ার ঘোষণা দেন।

আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‌‘পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।’

তিনি জানান, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।’

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, 'এখন কারো ধমকের কারণে কাজ করার প্রয়োজন নাই।'

এসময় নিজ জেলাকে এগিয়ে নিতে প্রতিযোগিতার মনোভাব রাখার পরামর্শ দেন তিনি। ডিসিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, 'বিনা করণে কাউকে হয়রানি করা যাবে না।'

এবারের ডিসি সম্মেলনের মোট কার্য অধিবেশন হবে ৩০টি।'প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। ইতোমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট ৩৫৪টি প্রস্তাব দিয়েছেন।

এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে।

রাতে প্রধান উপদেষ্টার সাথে নৈশভোজে অংশ নেবেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা। গতকাল মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্তের মাত্র ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

সেজু