গভীর রাতে কড়াইল বস্তিতে বসতঘর পুড়ে ছাই

দেশে এখন
0

রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়লো বেশকিছু বসত ঘর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি গভীর রাতের এই আগুন পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে, শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলায় একটি স-মিলে লাগা আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত ২০টি দোকান। উভয় ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্তের পর তথ্য দেয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত পৌনে ১ টার দিকে কড়াইল বস্তিতে লাগা আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে, আরো ৩টি ইউনিট যুক্ত হলে পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির বাসিন্দারা বলছেন, কোনোকিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে।

বস্তির অনেকেই আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় দ্রুততম সময়ে আগুন নেভানো গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তদন্তের পরই জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স-মিলে। কেমিক্যালের ড্রাম, স-মিলের কাঠ, গ্যারেজের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া আগুনে পুড়ে যায় আশপাশের অন্তত ২০টি দোকান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে, আরও যুক্ত হয় ৭টি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।

সেজু