চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। দাবি নিয়ে সকালে ঢাকা মেডিকেলের সামনে চিকিৎসকরা প্রতিবাদ করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রতিবাদস্থলে আসেন।
তার আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকরা ৩ মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেন। তিন মাসের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।