কাজে ফিরেছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
এখন জনপদে
0

রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফদের সংঘর্ষের ঘটনায় টানা দুইদিন কর্মবিরতি শেষে কাজে ফিরছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে চিকিৎসকরা কাজে ফিরতে শুরু করেন।

সকালে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় প্রায় ৫ শতাধিক ইন্টার্ন চিকিৎসকের উপস্থিতিতে স্বরূপে ফিরেছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম।

আরও পড়ুন:

এসময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার সহ মোট ৮ দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করায় ফের কাজে যোগদান করেছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্নদের ওপর হামলার ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া ও হাসপাতাল এলাকায় আনসার বাহিনীর সদস্য বৃদ্ধি করাসহ ইন্টার্নদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ার প্রেক্ষিতে কাজে যোগ দিয়েছেন তারা।

এএইচ