আজ (রোববার, ১৬ মার্চ) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া তৈমিদুং এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের অস্ত্রধারী গ্রুপের মধ্যে এই বন্দুক যুদ্ধ সংঘটিত হয়।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানিয়েছে, দুটি আঞ্চলিক দলের সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। ফিরলেই বিস্তারিত জানা যাবে।
এর আগে গেল ১২ মার্চ বিকেলে রাঙামাটির শুভলংয়ের রূপবান এলাকায় জেএসএস ও ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। এতে জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা নিহত হন।
এই হত্যার বদলা নিতেই জেএসএসের সন্ত্রাসীরা এই সশস্ত্র হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। তবে বন্দুকযুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।