চিকিৎসা শেষে দেশে জুলাই অভ্যুত্থানে আহত শিশু মুসা

দেশে এখন
0

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আনা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুলিতে আহত সাত বছরের শিশু বাসেত খান মুসাকে। গতকাল (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেয়া হয়।

এর আগে, ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদী মায়া ইসলামসহ আইসক্রিম কিনতে নেমে গুলিবিদ্ধ হন দু'জনই। পরদিন দিন মারা যান দাদী মায়া ইসলাম। মুসার মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেড়িয়ে গিয়েছিলো। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

২৬ আগস্ট তাকে স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। পরে, সরকারি সিদ্ধান্তে সরকারি-বেসরকারি সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুরে।

সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। সেখানেই পাঁচ মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরিয়ে আনা হয় তাকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার সিএমএইচ হাসপাতাল সংবাদ সম্মেলনে জানায়, আগের তুলনায় শিশু মুসা ভালো আছে।

এএইচ