বিমসটেক সম্মেলনকে বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নের মাধ্যম ভাবছেন বিশ্লেষকরা

দেশে এখন
0

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগ এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর বিমসটেকের মর্যাদা আরে বাড়লো বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। এবারের বিমসটেকে বাংলাদেশ সাফল্য অনেক বেশি বলেও মনে করা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশই লাভবান হবে। এটি বরফ গলানোর সূচনা হলেও বৈঠকের সাফল্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর।

২০১৫ সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল জয়ীদের সম্মাননা স্বর্ণপদক প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১০ বছর আগের সেই চেক পোশাকে গায়ে, সেদিনের বাধাই করা ছবিটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন সহস্র শহীদের রক্তে গড়া সরকারের প্রধান উপদেষ্টা। প্রতিবেশী পলাতক প্রধানমন্ত্রীর আশ্রয়দাতাকে বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

৮ মাস আগের গণঅভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক টানাপড়েনের মধ্যে এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের পর ইউনুস মোদীর বৈঠককে, দুই দেশের স্বাভাবিক সম্পর্কের শুরু বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে বিমসটেক সম্মেলন থেকে ঘোষণা আসে, বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একইসাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। তবে মিয়ানমারের প্রস্তুতি কতটা বাস্তবসম্মত সে নিয়ে প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ।

এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সাথে বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে দেশটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা।

দ্বিপক্ষীয় বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার কাছে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান ড ইউনূস। এদিন, নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান।

সম্মেলনে, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকে তৃতীয়বারের মত সভাপতির দায়িত্ব নেয় বাংলাদেশ।

ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিমসটেক সম্মেলন ছাড়িয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো উজ্জ্বল হলো বাংলাদেশের অবস্থান।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, 'এই পথেই আমাদের ভবিষ্যৎ।'

এর আগের দিন ব্যাংককে ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে ভাষণ দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

এএইচ