আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন কেউ নিজের হাতে তুলে নিতে চাইলে সাথে সাথে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো মব ভবিষ্যতে আর সহ্য করা হবে না।’
মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ার জন্য আহ্বান জানান তিনি।
অপর এক প্রশ্নে শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে, কিন্তু এখনো কোনো নতুন তথ্য নেই।’
একই সময় পুলিশের সেবা নিতে হলে তাদের মৌলিক চাহিদা পূরণ করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।