'এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই'

সুনামগঞ্জ
দেশে এখন
0

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। তিনি বলেন, 'সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে। ধানের মূল্য ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গমের মূল্য ৩৬ টাকা।'

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের দেখার হাওরে বোর ধান কর্তন উৎসবে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

কয়েক দিনের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হতে পারে, অথচ এখনো মাত্র ধান কাটার শুরু হয়েছে এ অবস্থায় কৃষকরা কিছুটা শঙ্কায় আছেন।

এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষক শঙ্কায় থাকলে সংশ্লিষ্ট বাধ প্রকল্পের প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। কোনো সিন্ডিকেট যদি ধান বিক্রিতে বাধা সৃষ্টি করে বা কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, তাহলে তা জানাতে হবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং অবস্থা স্বাভাবিক করে দেবে।

তিনি আশ্বস্ত করে বলেন, 'এবার যেন কোনো মধ্যস্বত্বভোগী উপকৃত না হয়, সেজন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে।'

সেজু