ফিলিস্তিনে যুদ্ধবিরতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিবিরের ১০ দফা দাবি

রাজনীতি
দেশে এখন
0

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ১০ দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ফিলিস্তিনে যুদ্ধবিরতির পাশাপাশি, আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

শিবির নেতারা বলেন, গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষের উপর নির্বিচারে চালানো হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। তারা বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোরও আহ্বান জানান।

সেজু