পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

দেশে এখন
0

পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে নিউবর্ন হাবে রেখে যেতে পারবেন।

এই শহরের কোলাহলে প্রতিদিন আমরা হারিয়ে ফেলি অনেক গল্প কিন্তু কিছু কান্না আমাদের থমকে দেয়। রাস্তার ধারে ডাস্টবিনে ছেঁড়া কাপড়ে মোড়ানো সদ্যোজাত শিশুর আহাজারি প্রশ্নের মুখে ফেলে আমাদের মানবতা!

পৃথিবীর আলো দেখেই অন্ধকারে হারিয়ে যাওয়া এমন নবজাতকদের জন্য ১২ই এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, গত বছর অন্তত ৯৪ পথ নবজাতক উদ্ধার করা হয়, যার মধ্যে ৬৪ জন নবজাতকই মারা যায়।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নবজাতকদের বাঁচিয়ে রাখতে দেশে হিউম্যান মিল্ক স্টোরেজ চালু রাখারও দাবি তোলা হয়।

পথ নবজাতকদের যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাপদ আশ্রয়ের জন্য এগিয়ে আসার জন্য কাজ সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

সেজু