পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে নিউবর্ন হাবে রেখে যেতে পারবেন।