নববর্ষ উদযাপনে রাতেও উৎসব মুখর ছিল নগরী

নববর্ষ উদযাপনে রাতেও উৎসব মুখর ছিল নগরী
দেশে এখন
0

দিন পেরিয়ে রাতেও ছিল নগরীতে নববর্ষ উদযাপনের নানা আয়োজন। দিনের হট্টগোল এড়িয়ে প্রিয়জনদের নিয়ে রাতের বেলা ঘুরতে বের হন অনেকেই। অতীত ভুলে আগামীর সব বাধা পেরিয়ে আরেকটু ভালো দিন কাটানোর আশা নগরবাসীর।

আধারের এই ভরা চাঁদের বয়স আজ ষোলো দিন। তবুও বৈশাখের প্রথম রাতে পাতার ফাঁকে উঁকি দিয়ে জাহির করা, আমি এখনো তরুণ!

বৈশাখের প্রথম রাত যেন প্রথম প্রেমের মতোই স্নিগ্ধ। প্রেয়সীর লাল পাড়ের সাদা শাড়িতে ঘটা করে বৈশাখের আগমন, বিঁধেছে প্রেমিকের বুকে। বছর জুড়ে জমিয়ে রাখা সময়ের হিসেব এবার, চুকিয়ে নিয়ে ভালোবাসার হালখাতা করা। নতুন বছরে প্রিয়জনকে আরেকটু ভালো রাখার প্রতিশ্রুতি দুজনের।

বর্ষবরণে দিনের উদযাপনও ঠেকেছে রাতের গভীরে। নগরীর দিনের হট্টগোল এড়িয়ে কেউ কেউ বৈশাখের প্রথম রাত উদযাপন করেন প্রিয় কোনো গানের সূরে। ফেলা আসা দিনগুলো ভুলে নতুন আরেকটি সূর্যোদয়ের অপেক্ষা বন্ধুদের সঙ্গে।

কেউ পুরো পরিবার নিয়ে উপভোগ করেন রাতের বৈশাখের ঝিরিঝিরি বাতাস। নতুন বছরে নিজের জীবনে আরেকটু বাঙালিয়ানা করা যায় সে ভাবনাও অনেকের মনে।

এএইচ