সরকারি ঘোষণা না এলে পলিটেকনিক শিক্ষার্থীদের লংমার্চ টু ঢাকার ‍হুঁশিয়ারি

ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
দেশে এখন
0

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (রোববার, ২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ শেষে এ কথা জানানো হয়।

আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে সকালে সমাবেশ শুরু হয়। এ সময় ঢাকার প্রায় ২০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এতে অংশ নেয়। সেখানেই লং মার্চ টু ঢাকার বিষয়ে হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘ এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ এলাকা।

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন।

বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।

এসময় তারা বার বার বলেন তাদের ৬ দফা বাস্তবায়ন না হলে তারা রাজপথ ছাড়বেন না, সঙ্গে সকল ধরনের এসি রুমের আলোচনা বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা।

এএইচ