ইলিয়াস কাঞ্চনের নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ' এর আত্মপ্রকাশ অনুষ্ঠান
রাজনীতি
দেশে এখন
0

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ হয়েছে। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ।

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ ও সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ নিশ্চিতে নতুন এই দলের আত্মপ্রকাশ বলে জানায় দলের নেতারা।

এসময় দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেছি। এসময়ে সরকারের কোনো সহযোগিতা পাইনি। দেশের জন্য সততার সাথে কাজ করতে আমাদের এই পথচলা। আশা করি সবাই আমাকে সহযোগিতা ও উৎসাহ দিবেন।’

এসএস