পরিবেশের টেকসই উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনীতির ন্যায়সঙ্গত উত্তরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (মঙ্গলবার, ৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান।
দেশে শিল্পকারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে।
এ সরকারের নেয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময়, পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরো ভূমিকার রাখার আহবান জানান পরিবেশ উপদেষ্টা।