সমাজে পরিবর্তন ও স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের প্রতিনিধি দল
দেশে এখন
0

সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ না করলে, নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।’

এসময় প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, অনেক বাংলাদেশি তরুণই তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি।

নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন স্যোশালিস্ট ইউথ লিগের উপনেতা নাজমা আহমেদ, এ ইউ এফের আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ডেন স্কফটারুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা স্ভেনেবি।

এছাড়া খ্রিষ্টান ডেমোক্র্যাটসের সদস্য হ্যাডলে রাসমুস বিজুল্যান্ড, গ্রিন পার্টি-সংযুক্ত গ্রিন ইয়ুথের সদস্য টোবিয়াস স্টকেল্যান্ড এবং ইনল্যান্ডেট অঞ্চলের ইয়াং লিবারেলসের সাবেক নেতা থাইরা হাকনসলকেন।

এসএস