গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করেছে: আলী রিয়াজ

অধ্যাপক ড. আলী রীয়াজ
দেশে এখন
0

কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে পেরেছে। সব রাজনৈতিক দল মতবিরোধ ভুলে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসীম সাহস ও বীরত্ব দেখিয়েছে। আজ (সোমবার, ১২ মে) জাতীয় সংসদের এলইডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নেজামে ইসলাম পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় আলী রিয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে; তবে প্রত্যেকে দেশপ্রেম এবং নিজেদের চিন্তা-চেতনার মাধ্যমে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এমন উদ্যোগ কেউ নেয়নি। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৫৩ বছরে সরকার পরিবর্তন হলেও, সকলে নিজের স্বার্থেই কাজ করেছে।

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবে ১৬৬টির মধ্যে ১৫৫টিতে একমত এবং ৬টি আংশিক একমতের কথা জানিয়েছে নেজামে ইসলাম পার্টি। যেটি এখন পর্যন্ত সংস্কার প্রস্তাবের সর্বোচ্চ মতামত।

এনএইচ