দেশব্যাপী সব কাস্টমস হাউজ, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে এটি পালিত হচ্ছে। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সব শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।
‘এনবিআর ঐক্য পরিষদ’ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআর সংস্কারকে স্বাগত জানায়। তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অনতিবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
এর আগে, দেশের কর জিডিপির হার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে অর্থনৈতিক সম্প্রসারণকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ চালু করে সরকার প্রজ্ঞাপন জারি করে।