এনবিআরে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি

এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি
দেশে এখন
0

জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো ‘কলম বিরতি’ পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকাল থেকেই সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রেখেছেন।

দেশব্যাপী সব কাস্টমস হাউজ, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে এটি পালিত হচ্ছে। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সব শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

‘এনবিআর ঐক্য পরিষদ’ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআর সংস্কারকে স্বাগত জানায়। তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অনতিবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

এর আগে, দেশের কর জিডিপির হার বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে অর্থনৈতিক সম্প্রসারণকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ চালু করে সরকার প্রজ্ঞাপন জারি করে।

এনএইচ