আফতাবনগরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
দেশে এখন
0

রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারে ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল (শুক্রবার, ১৭ মে) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, আহতদের বাসার সামনেই গেল কয়েকদিন যাবত সুয়ারেজের লাইনের কাজ চলছে। কাজ চলাকালীন মাটির নিচে থাকা গ্যাসের লাইন পাইপে লিকেজ তৈরি হয়।

তাদের দাবি, আবদ্ধ রুমে সেই লিকেজের গ্যাস থেকেই এ বিস্ফোরণ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী।

এএইচ