সকাল থেকেই বিক্ষুব্ধ ভূমি মালিকেরা রাজউক ভবনের সামনে এসে জড়ো হন। তারা অভিযোগ করেন যে নতুন ড্যাপ বাস্তবায়নের ফলে জমির মালিকদের ওপর নানা ধরনের অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এর ফলে চরম বৈষম্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই বৈষম্যমূলক নতুন ড্যাপ বাতিল করার দাবি জানান।
রাজউক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ ভূমিমালিকরা বলেন, ‘নতুন ড্যাপ বাস্তবায়নের ফলে জমির মালিকদের ওপর আরোপিত বিধিনিষেধ ও বৈষম্য চরমে গিয়ে পৌঁছেছে। এই বৈষম্য নিরোধনে দ্রুত নতুন ড্যাপ বাতিল করতে হবে।’
তাদের দাবি, একই এলাকায় কেউ অনুমোদন পাচ্ছে ৫ তলা ভবন নির্মাণের আবার কাউকে দেওয়া হচ্ছে ১০ তলা ভবন নির্মাণের অনুমতি যা বৈষম্য তৈরি করছে প্রতিবেশিদের মধ্যে।
এদিন, বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহাল করা না হলে রাজউকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।