আইসিবিসি এক্সপোতে আলোচনায় টিআরপি ও ডিজিটাইজেশন

আইসিবিসি এক্সপো মেলা
দেশে এখন
0

দ্বিতীয় দিনের মতো চলছে ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’ (আইসিবিসি এক্সপো-২০২৫) মেলা। প্রদর্শনীতে টেলিভিশন চ্যানেলসহ অন্তত ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ (শুক্রবার, ২৩ মে) কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয় দিনের আয়োজনে উঠে আসে ডিজিটাইজেশনের পাশাপাশি টিআরপি রেটিং পয়েন্ট চালুর বিষয়ে।

একইসঙ্গে পাইরেসি বন্ধে সরকারের মনোযোগী হওয়া দরকার বলে মনে করছেন বক্তারা। এ ছাড়া আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ডিজিটাইজেশন নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তারা।

ক্যাবল টিভি শিল্পটিকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে এবং ক্যাবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় একত্রিত হয়ে কাজ করার চিন্তা থেকেই এই এক্সপো আয়োজন করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

অনুষ্ঠানে কোয়াবের সভাপতি এ. বি. এম সাইফুল হোসেন বলেন, ‘ডিজিটাইজেশন ছাড়া দেশিয় চ্যানেল চলতে পারবে না।’

সেজন্য ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সকল স্টেক হোল্ডারদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী আয়োজিত মেলা চলবে আগামীকাল (শনিবার, ২৪ মে) পর্যন্ত।

এসএস