আইপিএলে হ্যারি ব্রুকের বদলে আতালকে ভিড়িয়েছে দিল্লি

হ্যারি ব্রুক, সেদিকুল্লাহ আতাল
ক্রিকেট
এখন মাঠে
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ইংলিশ ওপেনার হ্যারি ব্রুকের বদলি হিসেবে আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

আফগান টপ অর্ডার ব্যাটারকে ভিত্তিমূল্য এক কোটি ২৫ লাখ রুপিতে দলে টেনেছে ক্যাপিটালস। গেলো নভেম্বরে মেগা নিলামে ব্রুককে ছয় কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও মার্চে শুরুতেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

টুর্নামেন্টের লিগ পর্ব প্রায় শেষ হলেও এতদিনেও বদলি হিসেবে কাউকে ভেড়ায়নি দিল্লি।

অবশেষে প্রথম পর্বের তিন ম্যাচ বাকি থাকতে তারা দলে নিলো সেদিকউল্লাহকে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে ১৪ ফিফটিতে এই বাঁহাতি ব্যাটার করেছেন এক হাজার ৫০৭ রান। ১৩০ এর উপরে স্ট্রাইকরেট নিয়ে তার ফিফটি আছে ১৩টি।

এখন পর্যন্ত ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি।

এসএস