আন্দোলনরতরা জানায়, এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার ফলেই সংস্থাটিতে এমন খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এসময় রাজস্ব সংস্কারের লক্ষ্য এনবিআরকে স্বতন্ত্র রেখে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বিভাগের বিজ্ঞপ্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। একইসঙ্গে আগের জারিকৃত অধ্যাদেশে সংশোধনী এনে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান প্রত্যাশা তাদের।
তারা জানান, কর্মসূচি চলাকালে সংস্থাটির যেসব কাজে প্রতিবন্ধকতা হয়েছে তা পুষিয়ে নিতে এখন থেকে প্রয়োজনে নির্ধারিত সকাল ৯টা থেকে বিকেল ৫টার বাইরেও কয়েক ঘণ্টা অফিস করবেন তারা।
এর আগে, এনবিআরকে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দু’টি বিভাগ চালু করার পর থেকেই সংস্থাটির ভ্যাট টেক্সট ও কাস্টমস শাখার কর্মকর্তারা দেশব্যাপী বিভিন্নভাবে কর্মবিরতি করে আসছেন।