রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ
দেশে এখন
0

রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ (শনিবার, ৭ মে) দুপুরে রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে।’ তবে ঢাকার দুই সিটির কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের প্রতিশ্রুতি দিলেও নিয়মের ব্যত্যয় ঘটতে পারে বলেও জানিয়েছেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কোরবানি বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ করা হবে। ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে এবার।’ এসময় তাদেরকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যারা বর্জ্য অপসারণে কাজ করছে তাদের জন্য প্রণোদনা দেয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।’

পরে তিনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বর্জ্য অপসারণ উদ্বোধন করেন।

এএইচ