মহাখালী বাস টার্মিনালে সেনাবাহিনীর অভিযান

বাস টার্মিনালে সেনা সদস্যরা
দেশে এখন
0

চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানিসহ বিভিন্ন অপরাধ দমনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সন্ধ্যার পর এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর রামপুরা ক্যাম্প।

এসময়, মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তদারকি করেন সেনা সদস্যরা। যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করা দূরপাল্লার বাসেও খোঁজ নেন তারা।

ময়মনসিংহ, শেরপুর, বগুড়াসহ বিভিন্ন রুটের ফিরতি বাসের ভাড়ার তথ্য নেয় সেনাবাহিনী। যাত্রী, ড্রাইভার ও সুপার ভাইজারের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা।

অভিযানে দুটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ এই জরিমানা করে।

এএইচ