আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়।
পৌনে ১২টায় আনুষ্ঠানিক সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বের দলটির তিন সদস্যের প্রতিনিধি দল। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিকে যোগ দিতে দেখা যায়।
ঐকমত্য কমিশনের আজকের সংলাপে জামায়াতে ইসলামীর যোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আজকের বৈঠকে যোগ দিচ্ছে না জামায়াত। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় কমিশন সংকল্পবদ্ধ।
বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্যে পৌঁছাতে সবদল আন্তরিকভাবে সহযোগিতা করছে। দলগুলো জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থে ছাড় দিলে ঐকমত্যে আসা সম্ভব হবে।’
প্রসঙ্গত, আজকের বৈঠকে পূর্বের অসমাপ্ত আলোচনা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন, নারী প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগসহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।