জুলাইয়ের মাঝামাঝি ঐকমত্যে পৌঁছানো সম্ভব: আলী রীয়াজ

দেশে এখন
0

জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ (বুধবার, ২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ৮ম দিনের সংলাপে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। চেষ্টা করলে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ঐক্যে পৌঁছানো সম্ভব।’

ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা দায় এবং দায়বদ্ধতা দিয়ে উপলব্ধি করা প্রয়োজন।’

নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এ তিন ইস্যুতে সংলাপ হচ্ছে আজ। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণের বিষয়ে সাংবিধানিকভবে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেয়া আছে কাছে। এর বাইরে গিয়ে আরেকটা বডি তৈরি করলে বিতর্ক হবে।’

এএইচ