‘মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সবাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
দেশে এখন
1

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির মধ‍্যে ৩ জনকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ৩৬ জনের মধ‍্যে সকলেই জঙ্গিবাদের সাথে জড়িত নয়, কেউ কেউ ওভার স্টে করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ (সোমবার, ৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘৩৬ জনের মধ্যে কিছুসংখ্যক অভিযুক্ত হতে পারে তবে সবার কারণ এক নয়।’

আগামী বুধবার এআরএফে (আশিয়ান রিজিওনাল ফোরাম) যোগ দিতে মালয়েশিয়াতে ২ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে জানান তিনি।

যদি সেখানে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ হয় তাহলে এ বিষয়ে আলাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ