এর আগে, গতকাল ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই। তবে, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে।
প্রসঙ্গত, গেল দেড় মাস ধরে এনবিআরে চলমান আন্দোলনের জেরে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এনবিআর কাঠামোতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মকর্তাদের মধ্যে।