বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন প্রস্তাবে যেহেতু উচ্চকক্ষ জড়িত তাই, আগে উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্য হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাব হলো, বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিতে হবে, এবং সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটি ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে।’
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার একাদশ দিন প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা আলোচনা হচ্ছে।
সভার শুরুতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গায় যাওয়া সম্ভব।’
তিনি বলেন, ‘আজকের বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, সব দলের অবস্থান জানা। সেখান থেকে আলোচনা করে নিষ্পত্তি করার চেষ্টা করবে কমিশন।’