১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
দেশে এখন
0

চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে, এমন ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. আজিজুল হকের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

অবসরের পাঠানো বিচারকরা হলেন, বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মো. মজিবুর রহমান, মো. এহসানুল হকসহ ১৮ জন। একসঙ্গে এতো সংখ্যক বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নজির আগে কখনো নেই।

এএইচ