ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক; নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উড্ডয়ন স্থগিত

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৭৩ এ বোমার বার্তায় চেক করছে নিরাপত্তা কর্মীরা
দেশে এখন
0

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ ও সতর্কতা সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার, ১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও, উড্ডয়নের আগে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে উড়োজাহাজটিতে বোমা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ‘ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বোমা হুমকির ফোন আসে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’

ঘটনার পরপরই বিমানবন্দরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখন তল্লাশি চলছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।’

বিমানবন্দর সূত্র জানায়, এটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই হুমকি দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

এনএইচ