আজ (শুক্রবার, ১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতির সময় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে, যাতে জানানো হয়, উড়োজাহাজটিতে বোমা রয়েছে। এরপরই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়।
বিমানবন্দরের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি অভিযান চালায়। ঘণ্টাখানেকের এ অভিযানে কোনো বোমা বা বিস্ফোরক মেলেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে এবং নিরাপত্তা যাচাই শেষে ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হুমকি ফোন কে বা কারা দিয়েছে তা শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।