গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নৃশংসতার রাজনীতি আর চলতে পারে না। আজ (শুক্রবার, ১১ জুলাই) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে সম্প্রতি পুরান ঢাকায় সংঘটিত নৃশংস খুনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, 'গত বুধবার (৯ জুলাই) বিকেলে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম ও ভয়ঙ্কর। এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষের ভয়কে পুঁজি করে রাজনীতি করার যে চেষ্টা আমরা এতদিন দেখেছি, তার কোনো ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে।' নেতৃবৃন্দ আরও বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নৃশংসতার রাজনীতি আর চলতে পারে না। বাংলাদেশ থেকে চিরতরে এই আতঙ্ক তৈরির রাজনীতি বন্ধ করার জন্য এই নৃশংস ঘটনার অবিলম্বে বিচার প্রয়োজন।'
মিটফোর্ডে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় গণসংহতি আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
ঢাকা

দেশে এখন
Print Article
Copy To Clipboard
0
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নৃশংসতার রাজনীতি আর চলতে পারে না। আজ (শুক্রবার, ১১ জুলাই) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে সম্প্রতি পুরান ঢাকায় সংঘটিত নৃশংস খুনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
সেজু
এই সম্পর্কিত অন্যান্য খবর

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ: বাছাই পেরোনোর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলস্টেশনে নিরাপত্তা জোরদারে লাগেজ স্ক্যানার স্থাপন

গণঅভ্যুত্থানে বাকৃবিতে হামলা: ১৫৪ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর শাস্তি

এশিয়ান কাপ: আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

পরমাণু নিয়ে বক্তব্যে সবার সতর্কতা অবলম্বন করা উচিত: ক্রেমলিন