৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ‘জুলাই জাদুঘর’: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
দেশে এখন
0

আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। আজ (সোমবার, ১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ‘কেন জুলাই হলো, তার দালিলিক প্রমাণ স্থান পাবে জাদুঘরে। গণভবনে জুলাই জাদুঘর তৈরি করলেও গণহত্যার প্রমাণ মুছবে না। তদন্ত সংস্থাকে মূল উপাদানগুলো জমা দেয়া হয়েছে।’

উপদেষ্টা জানান, জাদুঘরে জনগণ শেখ হাসিনার শাসনামলের অপরাধ ও নির্যাতনের ‘আজীবনের বিচার’ করবে।

জাদুঘরের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ‘জাদুঘর তৈরি হলেও গণভবনের কাঠামো বা অবকাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে না। ৫ আগস্ট উদ্বোধনের পর জাদুঘরের কার্যক্রম নিয়মিত চলবে।’

এছাড়া, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঞ্চালনায় শহিদ মিনার চত্বরে হবে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকবে ড্রোন শো, যেখানে আওয়ামী স্বৈরাচারের ১৬ বছরের ঘটনা চিত্রায়িত করা হবে। এরপর নারী শিক্ষার্থীরা ‘থালা-বাটি মিছিল’ করবে, যা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মরণে আয়োজন করা হচ্ছে। শহিদ মিনার থেকেই দর্শনার্থীরা ডিজিটাল পর্দায় পুরো কর্মসূচি সরাসরি দেখতে পারবেন।

এনএইচ