উচ্চ শিক্ষার নামে প্রতারণা: খায়রুল বাশারের শাস্তির দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

এম কে খায়রুল বাসার
দেশে এখন
0

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবার।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ভুক্তভোগী। তাদের দাবি, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।

আন্দোলনকারীরা জানান, প্রতিজনের কাছ থেকে গড়ে ২০ লাখ টাকা করে আদায় করা হয়েছে, যার মোট অঙ্ক ২০০ কোটিরও বেশি। একাধিক তারিখে পাঠানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বিদেশে পাঠানো হয়নি। বরং নানা অজুহাতে সময় ক্ষেপণ ও তালবাহানা করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর আগেই এসব অভিযোগ জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে শাস্তি ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। এরপরও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সিআইডি জানিয়েছে, গতকাল সোমবার মানি লন্ডারিং মামলায় খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ও অর্থ পাচার আইনে একাধিক অভিযোগের তদন্ত চলছে।

ভুক্তভোগীরা সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকা ফেরতের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এনএইচ