চলে গেলেন প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু

সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু
এখন জনপদে
দেশে এখন
5

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশের উত্তরাঞ্চলের খবর গণমাধ্যমে তুলে ধরা প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রয়াত মমিনুল ইসলাম মঞ্জু সর্বশেষ এখন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন। কুড়িগ্রামের ছিটমহল সংকট, নদী ভাঙন, বন্যা এবং কৃষিভিত্তিক সংবাদ তৈরিতে তার বিশেষ দক্ষতা ছিল।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সিনিয়র সাংবাদিক।

মমিনুল ইসলাম মঞ্জু বেশ কিছুদিন যাবত ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। সবশেষ তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি তিন সন্তান, অসংখ্য অনুজ সহকর্মী এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকে শোকাহত এখন টেলিভিশন পরিবার। মমিনুল ইসলামের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এলাকার বন্ধুবান্ধব, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

ইএ