এ সময় তিনি বলেন, ‘নগদ অর্থ লেনদেনের ঝামেলা কমাতে মোবাইল অ্যাপভিত্তিক র্যাপিড পাস সার্ভিস চালু করা হয়েছে।’ এতে করে যাত্রীদের হয়রানি কমবে, এছাড়া সময়ও বাঁচবে বলেও জানান তিনি।
সড়ক ও যোগাযোগ উপদেষ্টা আরো বলেন, ‘ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে আজ থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রিত স্টপেজ, নতুন রুট ও র্যাপিড পাসের মতো একাধিক উদ্যোগ বাস্তবায়নেও সরকার কাজ করছে।