বিমান বিধ্বস্ত: বাংলাদেশকে সব ধরনের সহায়তার কথা জানালেন নরেন্দ্র মো‌দি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও নরেন্দ্র মোদি
দেশে এখন
1

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভার‌তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। একই স‌ঙ্গে মো‌দি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন তিনি। আজ (সোমবার, ২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় এক্সে দেয়া পোস্টে তিনি শোক প্রকাশ করে এ কথা জানান নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য পাওয়া গেছে।

আসু