আজ (সোমবার, ২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এর মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মো. সায়েদুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’
উল্লেখ্য, আজ দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার এফ-৭ নামের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে দেড়টার দিকে বিধ্বস্ত হয়।