বিমান বিধ্বস্তে গাফিলতি ছিল কি না জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির

বিএনপির দোয়া মাহফিল
দেশে এখন
0

মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় কারো গাফিলতি ছিল কি না এবং বিমান যান্ত্রিকভাবে সক্ষম ছিল কি না এসব তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) নয়াপল্টনে মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

অন্যদিকে, দুর্ঘটনায় আহতদের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল।

সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দায়ীদের দ্রুত খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। 

সবশেষ খবরে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। 

সেজু