বিমান বিধ্বস্ত: হতাহতের তালিকা প্রস্তুত করতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে শোকের ব্যানার
দেশে এখন
1

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল (মঙ্গলবার, ২২ জুলাই) এ কমিটি গঠন করা হয়। আজ (বুধবার, ২৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। অন্যান্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সই করা অফিস আদেশে বলা হয়- আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থীসহ সবাইকে তালিকাভুক্ত করে নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।

এর পাশাপাশি, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজদের কোনো তথ্যের প্রয়োজন হলে দিয়াবাড়ি ক্যাম্পাসের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলা হয়।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। গতকাল দুপুরে আইএসপিআর ৩১ জন নিহত এবং ১৬৫ আহতের খবর জানায়।

তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন এবং চিকিৎসাধানী রয়েছেন ৬৯ জন।

ইএ