প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কর্মস্থল থেকে ফিরে মিন্টু মিয়া নিজ কক্ষে সিগারেট ধরানোর চেষ্টা করেন। এসময় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় এবং মুহূর্তেই পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে মিন্টু ও তার স্ত্রী লিপি দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
প্রাথমিকভাবে জানা গেছে, দগ্ধদের কক্ষে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ঘরের ভেতর জমে যায়। পরে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।