সংস্কারের ৮২৬ সুপারিশে ৫১টিতে একমত হয়নি বিএনপি: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
দেশে এখন
1

জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার সুপারিশে একমত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছয়টি সংস্কার কমিশনের মোট ৮২৬টি সুপারিশের মধ্যে ৭৭৫টিতে একমত হয়েছে দলটি। এছাড়া বাকি ৫২টি সুপারিশে একমত হতে পারেনি বিএনপি। আজ (বুধবার, ৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘দুদকের ৪৭টি সংস্কার প্রস্তাবনায় ৪৬টিতে একমত বিএনপি। প্রশাসনের ২০৮টি সংস্কার প্রস্তাবে বিএনপি একমত ১৮৭ টিতে। বাকিগুলো পর্যালোচনায় আছে। বিচার বিভাগের ৮৯টির মধ্যে ৬২টিতে একমত। নয়টিতে আংশিক একমত। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘পুলিশ সংস্কারে ১০৮টি সুপারিশের মধ্যে ১০৮টিতেই একমত হয়েছে বিএনপি। নির্বাচন ব্যবস্থার ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত। এর মধ্যে ১৪টিতে আংশিক এবং ৬৪টি পর্যালোচনায় রয়েছে।’

এছাড়া সংবিধান সংস্কারের ১৩১টির মধ্যে ১১৫টি প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। বাকি ১৬টি নিয়ে পরামর্শ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘জাতীয় সংসদে নারী আসন ৫০ থেকে ১০০ তে উন্নীত চায় বিএনপি। তবে তা আগের নির্বাচনের নিয়মেই হতে হবে। নির্বাচিত সংসদ দুই বছরের মধ্যে জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে বিএনপি।’

তিনি বলেন, ‘দেশে স্বৈরাচারের উত্থান যেন আর কোনোভাবে না হয়, সে ব্যাপারে প্রস্তাব করেছে বিএনপি। সবাই সে প্রস্তাব গ্রহণ করেছে।’

এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে কোনো সরকার যেন পরিবর্তন করতে না পারে, সেজন্য গণভোটে দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি— এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

এসএস