আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে নগরীর টাউন হলের সামনে নবনির্মিত জুলাই স্মৃতিসম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা।
এদিকে, চট্টগ্রামে জুলাই শহিদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় অভ্যুত্থানের বিজয়ের দিনের কর্মসূচি। অংশ নেয় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষ।
ময়মনসিংহে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মিছিল, কনসার্টসহ নানা আয়োজন করা হয়েছে। খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচি।
আরও পড়ুন:
নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এরপর একটি সাইকেল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনে আগতরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।